পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করে।
প্রাক্তন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন রুপান্তর প্রতিনিধি সাকী রিজওয়ানা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, ইয়ুথ যুব ক্লাবের রাকিবুল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী, আলিফা খাতুন, ছন্দা সুলতানা, ভোলা বিশ্বাস, শিউলি, মেরিনা, বাসনা, মনি সানা, সুশান্ত, মাসুদ রানা বাবু, আব্দুর রাজ্জাক, দেলোয়ার, শাহ আলম, শহিদুল ইসলাম, মাসুম, মিরাজুল ইসলাম, ইবাদুল ইসলাম ও মনিরুল ইসলাম। কর্মশালায় সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন এলাকার নদ নদীর পরিবেশ সংরক্ষণে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং বিকল্প পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ এবং বিষ দিয়ে মাছ না ধরার জন্য গুরুত্বারোপ করা হয়।