সর্বশেষ:

policher bises ovijane greftar char jon

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৪

policher bises ovijane greftar char jon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ও নিয়মিত মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।যার, জিআর- ১২৩/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে কেরামত গাজী।

সিআর- ৫৮৩/২৩ (আশা) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কুলশী শ্রীনাথপুর (শ্রীকন্ঠপুর) গ্রামের মৃত করিম মোল্যার ছেলে মো. সাত্তার মোল্যা।সিআর- ৩৩২/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কপিলমুনি ইউপির নগর শ্রীরামপুর গ্রামের মৃত গোলক বিহারী বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস এবং পাইকগাছা থানার মামলা নং-০৬, তাং-২২/০৮/২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৭৯/৩৮০/৩৮৫/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ এর(তদন্তে প্রাপ্ত) আসামী নগর শ্রীরামপুর গ্রামের আবু সাইদ গাজীর ছেলে (সাবেক সদস্য সচিব ওয়ার্ড আওয়ামী লীগ) মো. আলমগীর গাজীকে গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana