সর্বশেষ:

pitha melake kendro kor dui grouper songhorsho

পিঠা মেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই

pitha melake kendro kor dui grouper songhorsho
Facebook
Twitter
LinkedIn

এস এম মমিনুর রহমান (খুলনা ফুলতলা)

ফুলতলায় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পিঠা মেলায় মেয়েদের ইভটিজিং করতে থাকে তাদের বাধা দেওয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সরেজমিনে জানাযায় মশিয়ালী থেকে আগত বহিরাগত মো: হাসিব শেখ (১৮) বাঁধন মিনা (১৮) ও সাথে থাকা আরো অজ্ঞাত ২/৩ জন উক্ত স্কুলের মেয়েদের ইভটিজিং করতে থাকে। উক্ত বখাটেদের বাধা দিতে গেলে।

একই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র রউফুল কায়েশ ইশান (১৬) পিতা- তৌহিদুল আযম বুলবুল সাং – দামোদর ফুলতলা খুলনা। ও তামিম শেখ (১৬) পিতা- খালেক শেখকে ছুরি দিয়ে যখম করে। উক্ত ঘটনায় স্কুলের ছাত্র ও এলাকাবাসী মিলে দুইজনকে ফুলতলা থানা পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ইশান এবং তামিম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ ঐ দুইজন ছেলে পরিকল্পিত ভাবেই ছুরি নিয়ে স্কুলে মারামারি করতে আসে। এব্যাপারে ফুলতলা থানা কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন। ঘটনা সত্য তবে মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana