চিংড়ি চাষি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের ভালোবাসায় সিক্ত হয়েছেন জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত পাইকগাছা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন।
বুধবার দুপুরে পাইকগাছা পৌরসভা মাঠে চিংড়ি চাষি সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও পেশাজীবি সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হন গোলাম কিবরিয়া রিপন। অনুষ্ঠানে উপজেলার সকল ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। চিংড়ি চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাংবাদিক জিএম মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক বদরুল হুদা, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক উজ্জ্বল দাশ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মন্ডল, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী বজলুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ বেনজির আহমেদ লাল, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, হ্যাচারি মালিক সমিতির সভাপতি সুনীল মন্ডল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সহ সভাপতি রেজাউল ইসলাম, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, রেজাউল ইসলাম, মনোহর চন্দ্র সানা, অ্যাডভোকেট মোজাফফর হাসান, পান ব্যবসায়ী আব্দুল হামিদ, আফরোজা পারভীন শিল্পী, জামিলুর রহমান রানা, দেবাশীষ মন্ডল, আরিয়ানা তামান্না ও আলভিনা।
এর আগে সংবর্ধিত অতিথি গোলাম কিবরিয়া রিপন কে উপজেলার সীমান্ত কাশিমনগর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসা হয় এবং পথে পথে তাকে ফুল দিয়ে অভিবাদন জানানো হয়।
উল্লেখ্য গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে চিংড়ি উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি সরুপ গোলাম কিবরিয়া রিপন কে জাতীয় মৎস্য পদক প্রদান করেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। জাতীয় মৎস্য পদক পাওয়ায় সরকারের প্রধান উপদেষ্টা, মৎস্য অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, সাংবাদিক, ঘের মালিক কর্মচারী, ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোলাম কিবরিয়া রিপন।