প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট, দৈনিক বিডিনিউজ:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্কের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষই গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এই সম্পর্ক জনগণের উন্নয়নের স্বার্থে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে একমত হন।
এর আগে, গত ৩০ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে ফোন করে অভিনন্দন জানান। টেলিফোন সংলাপে শরিফ দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে জনগণের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
বৈঠকের সময় উভয় নেতাই দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.