সর্বশেষ:

pakhi shikarike jorimana

পাইকগাছায় আবার ও পাখি শিকারী কে জরিমানা

pakhi shikarike jorimana
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় শিকারের উপকরণ সহ সুভাষ বিশ্বাস নামে এক পাখি শিকারী কে আটক করা হয়েছে। আটক শিকারী কে জরিমানা ও শিকারের উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

pakhi shikarike jorimanaa

আটক পাখি শিকারী সুভাষ (৫০) উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য জাবির মাহমুদ অভিযান চালিয়ে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স, ১২টি ফাঁদজাল, একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি সহ সুভাষ বিশ্বাস কে হাতে নাতে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় আটক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধার করা অতিথি পাখিকে অবমুক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana