সর্বশেষ:

পাইকগাছায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ফসিয়ার রহমান মহিলা কলেজ ; ৯টি ক্যাটাগরিতে সেরা কৃতিত্ব অর্জন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান সহ ৯ টি ক্যাটাগরিতে সেরা কৃতিত্ব অর্জন করার মাধ্যমে জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শীর্ষে থাকার গৌরব অর্জন করেছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ। গত ৮ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ এর বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ। একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এছাড়া প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক নির্বাচিত হন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে। শ্রেষ্ঠ শিক্ষার্থী হন দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিমুন্নাহার তাসনিম।

গ গ্রুপের লোক সঙ্গীতে সেরা হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয়া মন্ডল। নৃত্যে নিশি আক্তার, ইংরেজি রচনায় জান্নাতুল ফেরদৌস, ইংরেজি বক্তব্যে আজিমুন্নাহার তাসনিম ও বাংলা কবিতায় লিমা আক্তার। এদিকে কলেজের এই সাফল্যে প্রতিষ্ঠানের সেরা কৃতিত্ব অর্জনকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সচিব জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana