পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান জিরো টলারেন্স অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত ও পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. আব্দুস সালাম মুন্না (৪০), পিতা মো. ইন্তাজ আলী মোল্লা, লস্কর ইউনিয়নের বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি একজন পুরনো মাদক কারবারি এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্র জানায়, আটক আব্দুস সালাম মুন্নার বিরুদ্ধে জিআর ১৮১/১৮ (পাইকগাছা) নম্বরের একটি মাদক মামলায় পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লস্কর ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা থানার উপ- পরিদর্শক এএসআই কামরুজ্জামান। অভিযানে তার সঙ্গে ছিলেন এএসআই আনিছ। অভিযানের সময় আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে ১৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান,“আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বে জিআর ১৮১/১৮ নম্বর মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, এলাকাবাসী পুলিশের এই কঠোর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের কারণে এলাকার পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পুলিশের এমন ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত থাকলে মাদক নির্মূল সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।