
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার লতায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর ইমরান সরদার।
জানাযায়, উপজেলার কালীবাড়ি থেকে লতা বাজার পর্যন্ত ১২ কিলোমিটার পিচের রাস্তার মধ্যে লতা ইউনিয়নের হাড়িয়া ব্রীজ থেকে পূর্ব অভিমুখে চলমান ২ কিলোমিটার ইটের সোলিং রাস্তা দীর্ঘবছর যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের কথা চিন্তা করে এলাকাবাসীকে সাথে নিয়ে ইমরান সরদার তার নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছেন।
সোমবার সকালে রাস্তা সংস্কার কালে উপস্থিত ছিলেন বিকাশ সরকার, যুবনেতা আলমগীর হাওলাদার, আতিয়ার হাওলাদার, আলামিন সানা, সাগর রায়, সিরাজুল ইসলাম, শিপ্রা সরকার, সিমান্ত মন্ডল ও উত্তম মন্ডল।