
খুলনার পাইকগাছায় প্রথমবারের মতো স্থাপন হচ্ছে ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাব। পৌরসভার সরল দীঘির পাড়স্থ পানি শাখায় সংযুক্ত করা হচ্ছে এই ল্যাব। প্রকল্পটি বাস্তবায়ন করছে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ।
১৭ ডিসেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও ওয়ার্ড প্রশাসক বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন সাহা, নবলোক পরিষদের সহকারী পরিচালক অর্থ মোস্তফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ চন্দ্র ঘোষ, উত্তম ঘোষ ও পানি শাখার মোঃ শাহীন।
উল্লেখ্য লবনাক্ততার কারণে উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে অত্র অঞ্চলে অবাধে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানির প্ল্যান্ট। অথচ ছিল না কোন পানির গুণাগুণ পরীক্ষার জন্য ল্যাব বা পরীক্ষাগার। পরীক্ষা ছাড়াই বছরের পর বছর প্ল্যান্টের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এ অঞ্চলে এ ধরনের একটি পরীক্ষাগার স্থাপনে দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে এ ধরনের একটি ল্যাব স্থাপনে উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।