সর্বশেষ:

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে উদযাপন হচ্ছে বড়দিন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে উদযাপন হচ্ছে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এ বছর উপজেলার ৪০টি স্থানে বড়দিন উদযাপিত হচ্ছে। যা বিগত বছর গুলোর চেয়ে অনেক বেশি। এ উপলক্ষে মিশনগুলোতে ৩ থেকে ৫ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন। ৫ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। এ উপলক্ষে মিশন গুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা আল্পনার রঙে রঙিন করে তোলা হয়েছে।

মিশনগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। গড়ইখালী, কপিলমুনি, হরিঢালী, রাড়ুলী, গদাইপুর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বড়দিন উদযাপন হচ্ছে, তবে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ এবং বড় করে বড়দিন উদযাপন হচ্ছে পৌরসভার ক্যাথলিক খ্রিষ্টান মিশনে। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক খ্রীষ্টান মিশনে ৫ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মাষ্টার আনন্দ মন্ডল। আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি মিঃ ডেভিড সুকুমার মন্ডল বলেন এ বছর উপজেলার ৪০ টি স্থানে বড়দিন উদযাপন হচ্ছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড় দিনের শূভ সূচনা হয়। এরপর সকালে খ্রীষ্টযাগ পৌরহিত্য ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে বলে সুকুমার মন্ডল জানান। এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও ইউএনও’র সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা। বড়দিন উদযাপন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উপজেলার সবখানে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপন হচ্ছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana