পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, অধ্যক্ষ আজহার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদৎ হুসাইন, সিনিয়র সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ দে, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ, ইউনুস মোড়ল, বাবলু সরদার ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।
সভায় শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা জোরদার করা, পুলিশী কার্যক্রম গতিশীল করা, দুর্বল বেড়িবাঁধ সংস্কার করা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দেলুটির দুর্গত এলাকার ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত সহ আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন জনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।