সর্বশেষ:

paikgachay tarunno utshib udjapon

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধক কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত

paikgachay tarunno utshib udjapon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক “কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এসকল কর্মসূচি আয়োজন ও বাস্তবায়ন করেন পাইকগাছা পৌরসভা। কর্মসূচির শুরুতেই পৌরসভা চত্বরে পৌরসভার কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরপর তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শুরু হয়।

সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক “কর্মশালা” সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ৮নং ওয়ার্ড সদস্য ও উপজেলা প্রকৌশলী মোঃ শোয়েব শাফিন এর উপস্থাপনায় বক্তৃতা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৬ ও ৯ ওয়ার্ড সদস্য বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা ও ৩, ৪ ওয়ার্ড সদস্য অনাথ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ডাঃ ইব্রাহীম গাজী, প্রভাষক খান সেলিম, এসআই শামীম,সমন্বয়ক মোঃ আব্দুল কাদের নয়ন।

এসময় পৌরসভার কমিউনিটি মোবিলাইজার মোঃ কাওছার আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, জিএম রফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, মোঃ শাহিনুর হোসেন, তন্ময় মন্ডল, সমন্বয়ক আসিব হাসান পরশ, মোঃ আল আমিন, হুসাইন আহম্মেদ ও মোঃ মেহেদী হাসান, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফসিয়ার রহমান মহিলা কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana