সর্বশেষ:

paikgachay-ssc-somomoman-porikkha

পাইকগাছায় এসএসসি-সমমান পরিক্ষায় ২’হাজার ৮’শত ৪৩ জন পরিক্ষার্থী

paikgachay-ssc-somomoman-porikkha
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি paikgachay-ssc-somomoman-porikkha

আজ ১০ এপ্রিল-২৫ বৃহস্পতিবার থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু । এবার এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) সমমান পরিক্ষায় যশোর বোর্ডের অধীনে খুলনার পাইকগাছা উপজেলায় মোট ১১ (এগারো) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৮ শত ৪৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
২০২৪ সালে উপজেলায় মোট ০৭ (সাত) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৯ শত ৫৫ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। আর এবার ১১ (এগারো) টি মূল কেন্দ্রে এবং ৩ (তিন) টি ভেন্যু কেন্দ্রে ২ হাজার ৮ শত ৪৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবার ৪(চার) টি মূল কেন্দ্র বাড়িয়ে করা হয়েছে ১১(এগারো) টি। নতুন করে ৪ টি কেন্দ্র বাড়লেও বাড়েনি পরিক্ষার্থী বরং গত বছরের তুলনায় এবার ১ শত ১২ জন কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮ শত ৪৩ জন।

এবারের মূল কেন্দ্র গুলো, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়,পাইকগাছা, কোড নং-২০৮, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাইকগাছা, কোড নং-৪৫০, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কপিলমুনি, কোড নং-২১০, আর,কে,বি,কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট রাড়ুলী, পাইকগাছা, কোড নং-২২৯, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চাঁদখালী, পাইকগাছা, কোড নং- ৩৯০, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, গড়ইখালী, পাইকগাছা, কোড নং- ৪০০, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি, পাইকগাছা, কোড নং-৪৫১, পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, পাইকগাছা, কোড নং- ৪৩৬(পাইকগাছা-১), হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, হাবিবনগর, পাইকগাছা, কোড নং- ৪৩২(পাইকগাছা-২), সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাইকগাছা, কোড নং- ৩৫২৬৩, এবং কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার, পাইকগাছা, কোড নং- ৩৫০০৯(সংযুক্ত এসএসসি ভোকেশনাল)।

তিনটি ভেন্যু কেন্দ্র রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়ুলী, পাইকগাছা, কোড নং- ২২৯, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী, পাইকগাছা, কোড নং- ৩৯০, এবং শহীদ আয়ুব মুছা মেমোরিয়াল মহাবিদ্যালয়, পাইকগাছা, কোড নং-৪০০।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ (দশ) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮(আট) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কপিলমুনি ৭(সাত) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৩ জন। আ,কে,বি,কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, রাড়ুলী ৯(নয়) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৩ জন। চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পাইকগাছা, ৪(চার) টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন।
গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, পাইকগাছা ১৫(পনেরো) শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন। কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইকগাছা ৫(পাঁচ) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন। পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, পাইকগাছা, ৯(নয়) টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন। হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, পাইকগাছা, ১১(এগারো) টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮ জন। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাইকগাছা, ৩ (তিন) টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮ জন। কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার পাইকগাছা, ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উপজেলার ৮৩ টি প্রতিষ্ঠানের মোট ২৮৪৩ জন এসএসসি(ভোকেশনাল) ২২৫৮, দাখিল(ভোকেশনাল) ৪৩০, এবং টেকনিক্যাল ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবারের ২০২৫ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং নকলমুক্ত, দূর্নীতি মুক্ত সুন্দর পরিবেশে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana