পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আল আমিন ট্রাস্টস্থ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী কে সভাপতি ও ডাঃ আসাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মাওলানা আব্দুল আলিম ও সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান খোকন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক জামাত আলী খাঁ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা শামসুর রহমান, প্রচার সম্পাদক আরজান হুসাইন, অফিস সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ আকবর আলী ও সমাজ কল্যাণ সম্পাদক গোলাম রসুল। সম্মেলনে উপজেলা ও পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।