সর্বশেষ:

paikgachay soprobi sohokati shikkhokhder manobbondhon

পাইকগাছায় সপ্রবি সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

paikgachay soprobi sohokati shikkhokhder manobbondhon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

 

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সদায় অনুগ্রহ কামনা করে পাইকগাছায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সহকারী শিক্ষক এসকে আসাদুল্লাহ মিঠু। সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় দাবির সাথে একাত্মতা প্রকাশ করে

বক্তৃতা করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়। এছাড়া বক্তৃতা করেন, সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি জিএম আলমগীর কবির, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গাজী, ব্রজেন বিশ্বাস, তরুণ সাধু, আব্দুর রাজ্জাক, মোঃ মহসিন আযম, এস আবু সাঈদ, প্রীতিশ সরকার, জেসমিন ফেরদৌস, সুরাইয়া ইয়াসমিন, সাহানা ইয়াসমিন, মনিরা, ভৈরব দফাদার, সুস্মিতা, আব্দুল আলিম, আব্দুস সালাম, মিলন সাধু, তাপস ঘোষ, মানব ঘরামী, জ্যোতি প্রকাশ, প্রহ্লাদ দেবনাথ, সাইফুল্লাহ হাসান, আলমগীর হোসেন, জেসমিন নাহার, তাপসী ঢালী, তাফরুজানুর চিশতী, সিরাজুল ইসলাম, তরুণ সাধু, অমেন্দ্রনাথ সরদার, শাহিন উল্লাহ সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ।

মানববন্ধন শেষে সহকারী শিক্ষক বৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট দাবীকৃত স্মারকলিপি প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana