
পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশনের নেতৃত্ব সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(৬ জুলাই) সকালে পাইকগাছা পৌরসভার আল-আমীন ট্রাস্টে শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মেসবাহুল ইসলাম (অব.)। জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মোঃ ইকবাল হোসেন।
পৌর নায়েবে আমীর মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অন্যদের উপস্থিত ছিলেন, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, সাবেক উপজেলা আমীর মঈনউদ্দীন আহমদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর মাওলানা আসাদুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট হাসানুজ্জামান, জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, খুলনা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি আবুজার গিফারী, শামছুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল-মামুন।
আরো উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শামছুর রহমান, আনিসুর রহমান, রুহুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী,আক্তারুজ্জামান খোকন, ডাঃ শফিকুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মোঃ সেলিম গাজী, শিবিরের থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদ আল হাফিজ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা ব্যাপী ৩ তিন হাজার গাছের বিতরণ ও লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়।