
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে বাতিখালী হরিতলা পৌরসভা কেন্দ্রীয় মন্দির চত্বরে পৌরসভার ৬ মন্দির কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করে।
মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণপদ মন্ডল, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, রাস মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারণ সম্পাদক হিরণ্ময় সানা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রতিমা ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৫ জানুয়ারি সকাল ৮ টায় প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য কে বা কারা ১২ জানুয়ারি সন্ধ্যার পূর্বে পৌরসভার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুর করে। সন্ধ্যা আরতি করার সময় বিষয়টি নজরে আসে সনাতন ধর্মাবলম্বীদের। এ ঘটনা জানার পর পুলিশ ও প্রশাসন সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।















