পাইকগাছার পল্লিতে অস্ত্র সহ তিন জন আটক ঘটনা সাজানো নাটক বলে এলাকাবাসির দাবী আটক কৃত তিন জন মঠবাটী গ্রামের দেবব্রত বিশ্বাস, প্রিতম বিশ্বাস ও রসময় বিশ্বাসরা দরিদ্র ও নির্রিহ ব্যক্তি।উপজেলার হাড়িয়া মৌজার জমাজমি নিয়ে তাদের প্রতিবেশী দীলিপ বিশ্বাস ও উত্তম বিশ্বাসদের সাথে দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলে আসিছে।
তারা রসময় বিশ্বাসদের পরাজিত করতে ব্যর্থ হয়ে নিজেরা বা অন্য কাউকে দিয়ে দেবব্রত বিশ্বাসের বাড়ীর খোলা কাঠের ঘরে দেশৗয় তৈরি অস্ত্র ককটেল সাদৃশ জিনিসপত্র রেখে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র উদ্ধার সহ ঐ তিন ব্যক্তিতে আটক করেছে। আটককৃত তিন জনের বিরুদ্ধে ইতিপূর্বে কোন সন্ত্রাসী বা নাশকতার অভিযোগ নেই। আটকের পর তাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিস্ফরক দ্রব্য আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথক দুটি মামলা দেওয়া হয়েছে। আটককৃতরা জেল হাজতে আছে। এ দিকে তাদের প্রতিপক্ষ দীলিপ বিশ্বাস সন্ত্রাসী লোকজন নিয়ে বিরোধীয় মৎস্য ঘের দখলের পায়তারা সহ লীজ ঘেরের বাসাবাড়ী ভাংচুর করেছে এবং গ্রেপ্তার কৃত রসময়ের পরিবারের জানমালের চরম নিরাপত্তাহীনতায় আছে।এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে বিরুপ সমালচনা চলচ্ছে। তারা পুলিশ প্রশাসন সহ অর্দ্ধতন কৃতপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী সহ ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।