পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশ অস্ত্র,ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামী জীবন সরদার (৩০) কে স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
বুধবার দুপুর ২ টার দিকে এস,আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস ও এ এস আই পলাশ শেখ স্থানীয় জনতার সহাতায় মৌখালী খেলার মাঠ থেকে গ্রেপ্তার করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) সবজেল হোসেন জানান,ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।তার নামে ১ টি অস্ত্র মামলা,১ টি ডাকাতি,৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ,দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান আছে।