সর্বশেষ:

paikgachay noboborsho udjapito

নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় নববর্ষ উদযাপিত

paikgachay noboborsho udjapito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিএনপি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিকসংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। বিএনপির তিনটি পক্ষ পৃথক পৃথক ভাবে নববর্ষ উদযাপন করে।পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের সঙ্গে দলীয় ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিফেস্টুন নেতা-কর্মীদের হাতে শোভা পায়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের সামনে বৈশাখী সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর জিরো পয়েন্টে সমাবেশ করে এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এর নেতৃত্বে শোভাযাত্রা শেষে পৌরসভার শহীদ মিনার চত্বরে বৈশাখী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana