সর্বশেষ:

paikgachay kriti shikkharthider songbordhona

পাইকগাছায় কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

paikgachay kriti shikkharthider songbordhona
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কে ডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ” শেখ সাদিকুল ইসলাম সাদী। ২০২৫ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। সোমবার সকাল দশটায় কে ডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি “শেখ সাদী ” এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ জাহের হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শেখ সাদিকুল ইসলাম সাদী ” খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক। প্রধান অতিথির বক্তব্যে “শেখ সাদী বলেন, এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের জন্য এটি কেবল শুরু। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভবিষ্যৎ ক্যারিয়ারে সাফল্য অর্জনের মাধ্যমেই এই রেজাল্টের প্রকৃত মূল্যায়ন হবে। তিনি শিক্ষার্থীদেরকে লক্ষ্য স্থির রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হতে এবং নৈতিকতার সাথে এগিয়ে যেতে পরামর্শ দেন।

paikgachay kriti shikkharthider songbordhona

তিনি আরো বলেন, কেবল মেধা নয়, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলি অর্জনও জরুরি। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ রক্ষা করা অপরিহার্য অনুষ্ঠানে আরো গুনিজন বক্তৃতা প্রদান করেন,বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে কৃতী শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয়ের অবিভাবক সদস্য ” শেখ আসাদুজ্জামান ময়না” সাবেক সাধারণ সম্পাদক ৯ নং চাঁদখালী ইউনিয়ন বিএনপি।এছাড়া ও উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শেখ মুন, সাংবাদিক শেখ রাসেল হোসেন রাজা,শেখ রাশেদুজ্জামান ফিনিস, শেখ এরশাদ আকঞ্জি শেখ জিয়া আকঞ্জি ,শেখ লিটু, শেখ সোহেল রানা,শেখ জাফির হোসেন,শেখ রাজু হোসেন বাপ্পি,শেখ আজমির হোসেন,শেখ বর্ষণ,মো মোস্তফা গাজী,মো উজ্জল মালী,মো ইসমাইল মালী,মো মামুন গাজী, মো মুছা মালী, মো সাদ্দাম মালী, মো সাহেব আলী গাজী,মো সেলিম মালী, সহ আরো অনেকে।

আয়োজনে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ভবিষ্যৎ পথচলায়। আয়োজকরা জানান, প্রতি বছর এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা বলেন, শেখ সাদী ভাই আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করেছেন, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করেছি, আশা করছি ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে আমাদের সভাপতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana