সর্বশেষ:

paikgachay kopotakkher badh

পাইকগাছায় কপোতাক্ষের বাঁধ ভেঙে রাড়ুলীর দুটি এলাকা ক্ষতিগ্রস্ত

paikgachay kopotakkher badh
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে রাড়ুলী ইউনিয়নের দুটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে নদ- নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় রাড়ুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বজলু মেম্বারের বাড়ি এলাকার কপোতাক্ষের বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। এছাড়া একই ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন ব্রীজ এলাকার খননকৃত কপোতাক্ষের বাঁধ ভেঙে বাঁকা বাজার এবং আশেপাশের বসতবাড়িতে পানি উঠে যায়। পাশাপাশি এলাকার অনেক ফসলি জমি তলিয়ে গিয়ে ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে শুক্রবার এবং শনিবার দেড় শতাধিক লোক স্বেচ্ছাশ্রমে কাজ করে দুই জায়গার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে বলে রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ জানিয়েছেন। স্থানীয় এ জনপ্রতিনিধি বলেন পূর্ণিমার প্রভাবে গত কয়েকদিন এলাকার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। এ কারণে গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের দুই জায়গা থেকে কপোতাক্ষের বাঁধ ভেঙে বাঁকা বাজার সহ আশেপাশের এলাকায় পানি ঢুকে পড়ে। টানা দুই দিন স্বেচ্ছাশ্রমে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধ শনিবার মেরামত করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana