পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ” নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, এসআই আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, আনসার ও ভিডিপি পরিদর্শক হুমাইরা প্রমুখ।