পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা'র উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন " জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্য বিষয়ের উপর দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করে। মেলায় মোট ১৬ টি স্টল স্থান পেয়েছে। যার কলেজ পর্যায়ে ৫টি এবং স্কুল পর্যায়ে ১১ টি। প্রতিটি স্টলে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ। এছাড়া শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেলায় ঘুরতে আসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, বন কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া।