সর্বশেষ:

paikgachay jabijjibon prapto asami greftar

পাইকগাছায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

paikgachay jabijjibon prapto asami greftar
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা থানা পুলিশ শেখ আব্দুল কুদ্দুস নামে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতার কৃত আসামি আব্দুল কুদ্দুস উপজেলার হরিঢালী ইউনিয়নের মৃত্য শেখ আনসার আলীর ছেলে। ২০২৪ সলে খুলনা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। সে এত দিন পালাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আলতাফ হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana