পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
কানাডা প্রবাসী মমতাজ শরীফ এবং কাশিয়ানীর শরীফ পরিবার মূলত অনেকগুলো বড় উদ্যোগের একটি অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পাইকগাছার ২৬নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার লস্কর গ্রামের ডা. মুনছুর আলী গাজীর ছেলে প্রযুক্তিবিদ ডক্টর মেহেদী মাসুদ এর উদ্যোগে এবং সহযোগিতায় তার শাশুড়িরা এই মানবিক কাজে হাত বাড়িয়ে দিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইন্সট্রাক্টর মকবুল হোসেন,পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক, সিনিয়র সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,সহকারী শিক্ষক মোঃ টুকুজ্জামান,আব্দুর রাজ্জাক সরদার,রমা রানী রায়,তাপসী সরকার, প্রীতিশ সরকার সহ মা ও অভিভাবক বৃন্দ।