সর্বশেষ:

paikgachay enamul hotta chesta mamla

পাইকগাছায় এনামুলকে হত্যা চেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১০৭ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র

paikgachay enamul hotta chesta mamla
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হককে হত্যা চেষ্টার মামলায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ ১০৭ আসামীর বিরুদ্ধে সিআইডি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন।

সোমবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীন্তে অভিযোগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সুরেশ চন্দ্র রায়। তিনি আরো জানিয়েছেন আলোচিত এ মামলায় থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১ নং আসামী’ ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী’সহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এর বিরুদ্ধে দু’দফায়ও নারাজি দিলে আদালত তৃতীয়বারের মত অধিক তদন্তের জন্য সিআইডি’কে নির্দেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে ২৭ মার্চ সকালে সোলাদানার বেতবুনিয়া মসজিদের সামনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজী ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী এসএম এনামূল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এনামুল হক সহ অনেকেই রক্তাক্ত জখম হন।

উক্ত মারপিটে মান্নান গাজীর কর্মী-সমর্থকদের হাতে তার নির্বাচনী কর্মী কিশোর কুমার মন্ডল, মুজিবর গাজী, আলম সরদার, মোস্ত সরদার, পলাশ মণ্ডলসহ ৩৬ জন আহত হয়। তবে ইউপি চেয়ারম্যান এস এম এনামুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। মারপিটের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি চালিয়ে গুরুতর আহতাবস্থায় এনামুলসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পথে আহতরা আবারো হামলার শিকার হন। এ হামলায় পার্শ্ববর্তী বাড়ি-ঘর, ২৫/৩০টি মোটরসাইকেলসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এ ঘটনায় এসএম এনামুল হক বাদী হয়ে গত ৩০ মার্চ আব্দুল মান্নান গাজীকে ১নং আসামী করে ১২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন, যার নং-৩৩।

এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম গত ৩১ অক্টোবর-২১তারিখে মামলার ১ নং আসামী মান্নান গাজীসহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে আদালত পিবিআই’কে পুনঃতদন্তের নির্দেশ দেয়। গত ১৬ জুলাই-২৩ তারিখে একই বর্ণনায় পিবিআই তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হযরত আলী আদালতে চার্জশিট দাখিল করলে এর বিরুদ্ধেও নারাজি দেওয়া হয়।

আদালত সর্বশেষ সিআইডি’কে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত সম্পন্ন করে সিআইডি’র সাব ইন্সপেক্টর অমিত সন্ন্যাসী উক্ত মামলার ১নং আসামী আব্দুল মান্নান গাজীসহ ১০৭ জনকে অভিযুক্ত করে গত ১৯ নভেম্বর-২৪ তারিখে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বাদী এনামুল হক জানান, অধিক তদন্তে ১ নং আসামি আব্দুল মান্নান গাজী চার্জশিটে নাম থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana