পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাইকগাছায় দুর্নীতি বিরোধী, র্যালি, মতবিনিময়, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
সোমবার সকালে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনা বিষয়ক র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও পূরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন । বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, হরিচাঁদ মন্ডল,
পূর্ণ চন্দ্র মন্ডল, মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম, সুমন কুমার শীল।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।