এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
পাইকগাছা শিশু চোরের স্বীকারোক্তিতে সোমবার সকালে পুলিশ-সাংবাদিকসহ ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনা জানাজানির পর রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে গোটা এলাকায়। ধৃত চোর জাওয়াদ (১৪) পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের ছেলে।
এদিকে জাওয়াদের তথ্য মতে পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের একটি ভাঙাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেল উদ্ধার করে দোকানের পার্টনার স্বজল দাশকে আটক করেছেন। পুলিশ জানান, সে সরলের বাসিন্দা।
থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, পৌর সভায় ইতোমধ্যে একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রের পিতা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।
অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙাড়ি দোকান থেকে ৪টি ও অন্য স্থান থেকে ৩ টি মোট ৭টি সাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাংবাদিক ফসিয়ার রহমান জানান, ভাঙাড়ী দোকান থেকে উদ্ধার হওয়া ৪টি সাইকেলের মধ্যে দু'টি নতূন সাইকেল রয়েছে। এর মধ্যে আমার ছেলের ১টি ও এএসআই গোপাল চন্দ্র সাহার ছেলের ১টি। তিনি অভিযোগ করেন চোর জাওয়াদ এসব সাইকেলগুলো পানির দামে ভাঙাড়ী দোকানে বিক্রি করে দেয়।
এ ঘটনায় থানায় মামলার তথ্য দিয়ে ওসি রিয়াদ মাহমুদ জানান, চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।