এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা ( খুলনা)
আমন মৌসুম শেষে পাইকগাছার বিভিন্ন সড়কে বেপরোয়া ভাবে অবাধে চলছে বিচুলি বোঝায় নছিমন। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধ সহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে থানার ওসি সবজেল হোসেন এর সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এব্যাপারে নছিমন চালকদের সতর্ক করার পাশাপাশি জনসচেতনতায় একযোগে কাজ করছে পুলিশ ও নিসচা।
উল্লেখ্য পাইকগাছা ও কয়রা উপজেলা এবং এর আশপাশ এলাকা কৃষি অধ্যুষিত হওয়ায় প্রতি বছর আমন মৌসুমে প্রচুর পরিমাণে আমনের আবাদ হয়ে থাকে। মৌসুম শেষে এলাকার বিচুলি বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও এলাকার ধানের বিচুলি চলে যাচ্ছে অন্যান্য এলাকায়। কয়রার আমাদী, মহেশ্বরীপুর, বামিয়া এবং পাইকগাছার গড়ইখালী ও চাঁদখালী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার ধানের বিচুলি ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ক্রয় করে তাদের নিজের এলাকায় নিয়ে যাচ্ছে। এসব বিচুলির বেশির ভাগই সাতক্ষীরা ও যশোর সহ অন্যান্য এলাকায় যায় বলে জানিয়েছেন এলাকাবাসী। সমস্ত বিচুলি পরিবহন করা হয় পিকআপ এবং নছিমনে। যার বেশির ভাগ বহন করা হয় নছিমনে। পিক-আপের কারণে তেমন কোন সমস্যা না হলেও নছিমনের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কের চলাচল। দিনে এবং রাতে প্রতিদিন শত শত বিচুলি বোঝায় নছিমন চলছে এলাকার সড়ক গুলোতে। নছিমনের দুই পাশে এতটাই প্রস্থ বাড়িয়ে নছিমন সাজানো ( লোড দেওয়া) হয়। নছিমনের সামনে পিছনে কিছুই দেখা যায় না। নিরাপদ সড়ক নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন নছিমন গুলোতে অতিরিক্ত লোড দেওয়া হয় বিচুলি এবং দুই পাশে বাড়িয়ে এমন ভাবে সাজানো হয় নছিমন অতিক্রম সময় কিছুই দেখা যায় না। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
নছিমন চালকদের বেপরোয়ার কারণে সড়কে যানবাহন সহ পথচারীরাও চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বলে জানান নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানান নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম। এতে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছে এবং অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সর্বশেষ গত সোমবার বিকালে উপজেলার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় প্রধান সড়কে বিচুলি বোঝায় নছিমন অতিক্রম করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনার পর বিচুলি বোঝায় নছিমন চলাচলের বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাই কে। এ ব্যাপারে একদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে সচেতন মহল। এ সংক্রান্ত বিষয় নিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর সাথে মতবিনিময় করা সহ জনসচেতনতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নিসচা সভাপতি শফিউল ইসলাম। পাশাপাশি বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি সবজেল হোসেন।
তিনি বলেন দুই পাশে না বাড়ানো সহ অতিরিক্ত বিচুলি বোঝায় না দেওয়ার জন্য নছিমন চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে সড়ক আইন মেনে নিরাপদে চলাচলের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।