প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের যাত বিনা ধান ২৫ এর চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা এর সহযোগীতায় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ প্রশিক্ষণ এর আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।
Copyright © 2025 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.