
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আগামী ২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল চন্দ্র পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, মোঃ খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আবুল হোসেন, ইউপি সদস্য, স.ম ছহিলউদ্দীন,মোঃ ইলিয়াস মোড়ল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
সভায় আগামী ২ আগস্ট খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুলচন্দ্র পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব যথাযথভাবে পালন করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।