সর্বশেষ:

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ, দেবর গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এক বিধবাকে নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। নিহত ওই নারী রাশিদা বেগম (৩৪) দু”সন্তানের জননী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দেবর মফিজুল গাজী ওরফে মইদুল (৩৮)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিমনগর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাশিমনগর গ্রামের মৃত এনামুল গাজীর স্ত্রী রাশিদা বেগম প্রতিদিনের মতো শনিবার রাতে তার ১৩ বছর বয়সী মেয়ে তাসমিরা খাতুনকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন তার শাশুড়ি এবং নিকটবর্তী ঘরে ভাসুর ও অন্যান্য স্বজনরা অবস্থান করছিলেন।নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানায়, গভীর রাতে তার কাকা মফিজুল গাজী জমির মিউটেশন সংক্রান্ত কথা বলার কথা বলে তার মাকে বাইরে ডেকে নেন। কিছুক্ষণ পর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলে সে চিৎকার করে মা, কাকা ও পরিবারের অন্যদের ডাকলেও কেউ সাড়া দেয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই রাতে রাশিদাকে কৌশলে ঘর থেকে বের করে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। তার শরীরের স্পর্শকাতর স্থানে লাঠি জাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। এক পর্যায়ে তাকে হত্যা করে বাড়ির সামনে থাকা একটি লিচু গাছে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।রবিবার সকালে স্থানীয় লোকজন লিচু গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে নিহতের দেবর মফিজুল গাজীকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।এদিকে নিহতের ভাসুর রবিউল গাজী দাবি করেন, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় লিচু গাছে নড়াচড়া লক্ষ্য করলেও সেটিকে বিড়ালের উপস্থিতি মনে করে গুরুত্ব দেননি। নামাজ শেষে ঘেরে চলে যান। সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যদের ফোন পেয়ে ফিরে এসে তিনি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন,“প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত স্পষ্ট হবে।”তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana