পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, জিএম আব্দুস সালাম কেরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রবীর দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মুরাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, ইউনুস মোড়ল, শেখর ঢালী, খোরশেদুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। সভার শুরুতে বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সভায় বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন, পৌর এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ, গাড়ির গতিরোধ, নেটপাটা অপসারণ, জলাবদ্ধতা নিরসন, ধান কাটা ও চিংড়ি ঘেরে নিয়ে বিরোধ নিষ্পত্তি, ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘের মালিকদের দ্বারা সংস্কার, ডেঙ্গু প্রতিরোধ, সরকারি জায়গা দখল মুক্ত করা, মাদক ও বাল্যবিবাহ বন্ধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।