সর্বশেষ:

paikgachay adas schooler narshik porikkhar folafol prokash o puroskar bitoron

পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

paikgachay adas schooler narshik porikkhar folafol prokash o puroskar bitoron
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার ইউনিভার্সাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এডাস বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রোববার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর শেখ আনিসুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার।

সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, শিক্ষক প্রদীপ শীল, প্রভাষক পলাশ মন্ডল, অভিভাবক সমর দাশ, সোহরাব আলী, দীপঙ্কর মন্ডল, মনি শংকর বাইন, অভিজিত মানিক। উপস্থিত ছিলেন শিক্ষক অতীষ কান্তি সরকার, শিউলি রাণী বিশ্বাস, প্রভাবতী স্বর্নকার, ফারহানা ফেরদৌস, সাদিয়া হক রিমু, অঞ্জনা মুখার্জি ও পুলকেষ মন্ডল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana