
প্রতিনিধি: এম এম খায়রুজ্জামান মঈন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল। তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম খান নান্নু। তিনি বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব এবং এতে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলামসহ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।