খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে হানি বাজারে প্রধান অতিথি হিসাবে দুই ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।
ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃ হারুনর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক কাউম মোল্যা, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত আলী, প্রচার সম্পাদক নূরমুহাম্মদ সরদার, যুব প্রতিনিধি মোঃ আলামিন সরদার, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহাবুদ্দিন গাজী, ৮নং ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান ও ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ।