সর্বশেষ:

paikgacha nirbachon

পাইকগাছায় ঋণ খেলাপিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী স, ম আব্দুল ওয়াহ্যব এর মনোনয়নপত্র অবৈধ : বৈধ ১৯

paikgacha nirbachon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

আগামী ২৯ মে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ২০ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে এক জনের বাতিল এবং বাকি ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

যাচাই-বাছাই শেষে রোববার (৫ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। যাচাই বাছাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী স ম আব্দুল ওয়াহ্যব ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে আপিল করার সুযোগ রয়েছে তার।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স, ম বাবর আলীর পুত্র স, ম শিবলী নোমানী রানা ও মো. আছাদুল বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মো. সিরাজুল ইসলাম, মো. বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, ফরহাদ হোসেন ফয়সাল, মো. বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৬ মে থেকে ৮ মের মধ্যে আপিল করা যাবে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। এ উপজেলায় স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana