সর্বশেষ:

paikgacha upokela bnp er doa onusthan

পাইকগাছা উপজেলা বিএনপির দোয়া অনুষ্ঠান

paikgacha upokela bnp er doa onusthan
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি 

খুলনা জেলা বি এন পির সদস্য সচিব আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অংগ অসহযোগী সংগঠন এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব মওলানা আবুল কালাম।

দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক জেলা সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, সাবেক জেলা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর আহবায়ক সেলিম রেজা লাকী, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা প্রনব কান্তি মন্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল,আসাদুজ্জামান খোকন,মেছের আলী সানা, সন্তোষ সরদার, মাষ্টার মুজিবর,বাবর আলী গোলদার , আবু মুছা,সায়েদ আলী বাবলা,নাজমুল হুদা মিন্টু, সরজিত ঘোষ দেবেন, আরিফুল রহমান,সুজায়েত হোসেন,মোসতাকিম, আবুল কাসেম,আকিজ বিশ্বাস,ইদ্রিস খা, শামছুজ্জামান,আসাূুজ্জামান মামুন,কুদ্দুস, মুরাদ,শাহিন মোড়ল, নুর আলী, সাহেব আলী, ইলিয়াস,খালিদ হোসেন,শহিদ,মিলন,আজিজুল, ফরহাদ ও ওবায়দুল্লাহ সরদার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana