সর্বশেষ:

paikgacha thanar shresto oc nirbachito

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন শ্রেষ্ট ওসি নির্বাচিত

paikgacha thanar shresto oc nirbachito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা)

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। গত মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন শ্রেষ্ঠ ওসি মোঃ সবজেল হোসেনের হাতে সম্মাননা স্বরুপ পুরস্কৃত করেন।

গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ ( ওসি (মোঃ সবজেল হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।উল্লেখ্য একই সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ হোসেন বেস্ট অফিসার হিসেবে পরপর ৩ বার পুরস্কার লাভ করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana