খুলনার পাইকগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের পাঠদান উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, বিশেষে অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মীনি নাসিমা আক্তার জাহান।
স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আমানউল্যাহ গাজী। প্রভাষক লুৎফা ইসলাম ও আছাবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এফএম ইলিয়াস হোসেন, প্রভাষক মোঃ সাইদুর রহমান। শিক্ষার্থী, মোঃ রাশেদুজ্জামান, মোঃ শহীদুল ইসলাম, তাহেরুন আক্তার তিথী, নয়নমনি বিশ্বাস, দিলরুবা ও আলমগীর ইসলাম। নবীনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলেজ প্রশাসন। দুপুরের পরে কলেজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।