
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা ভবনে ক্লাস শুরু উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নতুন ভবনের মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আজম, দীপঙ্কর সরকার, মৃণাল কান্তি রায়, প্রণব কুমার বিশ্বাস, প্রদেশ কুমার মল্লিক, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন শেখ, জুবাইরিয়া আক্তার ও শিক্ষার্থী সৈয়দা তানহা জেরিন মৌ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবু সাদেক। উল্লেখ্য নির্মাণ কাজ শেষে গত কয়েকদিন আগে আধুনিক মানের ৬ তলা বিশিষ্ট নতুন ভবনটি বিদ্যালয় কতৃপক্ষের নিকট হস্তান্তর করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।