পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ইমরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, আব্দুল গফুর, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল। শপথ বাক্য পাঠ করান শিক্ষক প্রদীপ কুমার শীল। উপস্থিত ছিলেন দেবাশীষ সরকার, রহমত আলী, জিএমএম খায়রুল ইসলাম, আব্দুল মমিন, রবিউল ইসলাম খান, আল আমিন হুসাইন, শিরিনা খাতুন, রাবেয়া সুলতানা, মুহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষার্থী তাওহীদ মাহমুদ তালহা ও তুর্য্য সরকার।
দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।