সর্বশেষ:

paikgacha powrosovay smart family card bitoron

স্মার্ট ফ্যামিলি কার্ড পেল পাইকগাছা পৌরসভার সাড়ে ১৬’শ উপকারভোগী

paikgacha powrosovay smart family card bitoron
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

দেশের ভর্তুকি পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে পৌরসভার সুবিধাভোগীদের জন্য ১ হাজার ৬৪১ টা স্মার্ট কার্ড প্রদান করেছেন পৌর কর্তৃপক্ষ।গণমাধ্যমকে এ তথ্য জানান পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। তিনি জানান, আগের হাতে লেখা কার্ডে নকলের সমস্যা ছিল। একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করায় পণ্য বিতরণে অনিয়ম জটিলতা দেখাগেছে। নতুন স্মার্ট কার্ড সিস্টেমে এই সমস্যা সমাধান হবে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, স্মার্ট ফ্যামিলি কার্ড সিস্টেম একটি যুগান্তকারী পদক্ষেপ। নানা অনিয়ম ও জটিলতা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পৌর প্রকৌশলী এম নূর আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সাবেক প্যানেল মেয়র এস এমন ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এস এমন তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রবি শঙ্কর মন্ডল, ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, কার্য সহকারী বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক ও মোঃ ইব্রাহীম সানা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana