এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
খুলনার পাইকগাছা উপজেলায় ৯টি ওয়ার্ড নিয়ে একটি পৌরসভা। পৌরসভার বিভিন্ন অলিগলিতে ময়লা আবর্জনার স্তূপে পরিনত হয়েছে। অথচ পৌরসভাটি "ক "শ্রেণীর পৌরসভা। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সড়কে ও আবাসিক এলাকায় পলিথিন বর্জ্য ও ময়লা-আবর্জনার স্তূপ বছরের পর বছর ধরে ফেলে রেখেছে পৌর বাসিরা। ফলে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে দিনের পর দিন এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নাকে কাপড় কিংবা নিশ্বাস বন্ধ না করে এইসব রাস্তা দিয়ে যাওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কের উপর ও আবাসিক এলাকায় সড়ক দখল করে দিনের পর দিন পলিথিন বর্জ্য ময়লা-আবর্জনা ফেলা হলেও পৌর কর্তৃপক্ষ কোন পদক্ষেপই নেয়নি। এমন পরিস্থিতিতে পৌরবাসী অসহায় হয়ে পরেছে। এসব প্লাস্টিক,পলিথিনসহ অপচনশীল বর্জ্য পদার্থ পানিকে দূষিত করাসহ জমির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে। একই সঙ্গে দূষিত হচ্ছে পরিবেশ। আর এসব ময়লা-আবর্জনায় পৌর এলাকায় মশার বংশ বিস্তার করছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর মতো ভয়াবহ মশাবাহিত রোগ। চলতি বর্ষা মৌসুমে এই ময়লা-আবর্জনা বর্ষার পানিতে ধুয়ে পৌরসভার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এতে বিপাকে পড়েছেন পৌরবাসী।
পৌরসভার ৬নং ওয়ার্ডের খাদ্য গুদাম সংলগ্ন পুরাতন পরিবহন কাউন্টারে সামনে প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপ।এখান থেকে দেড়শ মিটার দূরে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা।পৌরসভার প্রধান সড়ক আরিফা মার্কেট সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আবাসিক এলাকায় সেখানে ও ময়লার স্তূপ। ৮ নং ওয়ার্ডে মিষ্টি পুকুরের দক্ষিণ কর্ণারে তিন রাস্তার মোড়ে ময়লা আবর্জনার স্তূপে পরিনত হয়েছে। পৌর বাজারে ভিতরে ঢুকতে নাকে-মুখে কাপড় না দিলে এ রাস্তা দিয়ে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে।
অন্যদিকে পৌর ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে কপোতাক্ষ নদের তীরে বাজারের সমস্ত ময়লা-আবর্জনা নিয়ে সেখানে ফেলে ময়লার স্তূপ গড়ে তুলেছে।নদের এ তীরে নাকে মুখে কাপড় না দিয়ে যাওয়া অসম্ভব।এক চা বিক্রেতা বলেন, বাজারের সমস্ত ময়লা-আবর্জনা এইখানে ফেলায় সেই ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে এখানে ব্যবসা করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।পচা দুর্গন্ধে এই পাশে লোকজন আসতে চায়না। ৪নং ওয়ার্ড পাইকগাছা সরকারি কলেজের পিছনে নবপল্লীর প্রধান সড়কের নিচে ময়লা আবর্জনার স্তূপ।পৌর সদরে অলিতে গলিতে ময়লা-আবর্জনার স্তূপ এর কারণে জনজীবনে চরম দুর্ভোগে।
পৌর সদরে বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখা গেছে নির্দিষ্ট কোন ডাস্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনার ফেলে রাখে।এই ময়লা আবর্জনার পচে গলে দুর্গন্ধ ছড়ায়। এতে বিপাকে পড়েছে পথচারী।
সুশীল সমাজের দাবি, একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। সড়কসহ পৌর আবাসিক এলাকায় ময়লা না ফেলানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে পৌরবাসী বিভিন্ন রকম জটিল রোগে আক্রান্ত হবে বলে অনেকে আশঙ্কা করছেন।
সাবেক প্যানেল মেয়র ইমদাদুল হক বলেন,পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কম বেশী ডাস্টবিন প্লেস রয়েছে। আমাদের শিববাটি মৌজায় ৩ একর জমি ডাম্পিং প্লেসের জায়গা নির্ধারন করা হয়েছে কিন্ত বিভিন্ন জটিলতার কারনে এখনও স্থায়ী ডাম্পিং প্লেস করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,পাইকগাছা পৌর এলাকার মতো এমন একটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের উপর ময়লার স্তুপ রয়েছে যা দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।