পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, রহমত আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কান্তি বিশ্বাস, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক সাথী শিকদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক ইছার হোসেন, আরিয়ানা ফেরদৌস শর্মি, শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ ও অনুপম ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রত্নেশ্বর সরকার। অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।