পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছার ২৬ নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
গ্লোরিয়াস বিজনেস গ্রুপের চেয়ারম্যান,পাইকগাছা সমিতি,ঢাকার প্রচার সম্পাদক, বিদ্যালয়ের দাতা সদস্য ও গোপালপুর আদর্শ সংঘের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, গোপালপুর আদর্শ সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.আব্দুল গফুর গাজী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক প্রীতিশ কুমার সরকার। সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকার ঢালী, জামায়াত ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য ও মটবাটী দাখিল মাদ্রাসার সুপারইনটেনডেন্ট মাওলানা আমিনুল ইসলাম, গোপালপুর আদর্শ সংঘের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, গোপালপুর আদর্শ সংঘের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম,ইউনিয়ন জামাায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল মজিদ।
উপস্থিত ছিলেন, অভিভাবক,শিক্ষার্থী, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীের মাঝে পুরস্কার প্রদান করা হয়।