সর্বশেষ:

paikgacha majistret adalot dhose porar ashonka

পাইকগাছা ম্যাজিস্ট্রেট আদালত ধ্বসে পড়ার উপক্রম বা আশঙ্কা, সরেজমিন পরিদর্শনে নির্বাহী স্থাপতি সুমন বিশ্বাস

paikgacha majistret adalot dhose porar ashonka
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা চৌকি আদালতের ছাদ ভেঙ্গে জগন্নাথ হলের ন্যায় ঘটনা ঘটার আশঙ্কা। জীবনের ঝুঁকি নিয়ে আদালতের বিচারিক কার্যক্রম চলছে। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার বলেন যে, দীর্ঘদিন যাবত আদালত ভবনটি নষ্ট হয়েছে।

এটি পরিত্যক্ত ঘোষণা করা দরকার, না হইলে যে কোন সময় ছাদ নষ্ট হয়ে বা ধ্বসে জীবনহানীর মত ঘটনা ঘটতে পারে। অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাজ আলী বলেন, আদালত ভবনের ছাদ নষ্ট হওয়ায় বৃষ্টির পানিতে আদালতের গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হচ্ছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর অবগতিপত্র পাঠানো হলেও ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এদিকে ৮ জুলাই বিকালে আদালত ভবন নির্মাণের জন্য স্থাপত্য অধিদপ্তর, সেগুনবাগিচা ঢাকা থেকে নির্বাহী স্থপতি সুমন বিশ্বাস আদালত ভবন পরিদর্শনে আসেন। তখন সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্যাহ সহ আইনজীবী গণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana