
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করেছে। সোমবার বিকালে উপজেলার বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও এসএম ওমর ফারুক মিঠু এবং জিয়াউল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরিন্দম মন্ডল, নাদিরা আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, জেলা সদস্য জাহিদুর রহমান লিটন, সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, যুবদল নেতা ইকবাল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস ও বিনতা রাণী বিশ্বাস, কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, শফিয়ার রহমান, আমিনুর রহমান, মাসুদ মোল্লা, ডাঃ তৈয়েবুর রহমান, মনিরুল বিশ্বাস, তুহিন হাওলাদার, রুবেল মীর, মোবারক বিশ্বাস, আক্তার সরদার, ফয়সাল সরদার, আলমগীর হোসেন, শাহিন সানা, সৌরভ তালুকদার, মাজহারুল ইসলাম, জুয়েল মোল্লা, রায়হান মোল্লা ও রাব্বি হাসান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লাঙ্গলমোড়া এলকে যুব সংঘ ফুটবল একাদশ কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে উদ্বোধনী খেলায় বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আব্দুল জলিল, আরিফুল ইসলাম ও বিজন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বলেন মাদক সহ সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজ কে শৃঙ্খল জীবনে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি বলেন খেলাধুলা শুধু শরীর ও মন কে ভালো করে না, ভালো খেলোয়াড় হতে পারলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।